Avatar

ডঃ সৈয়দা লামমীম আহাদ (গবেষক)

ওয়াটারলু বিশ্ববিদ্যালয়

লেইডেন বিশ্ববিদ্যালয়

Canada

আমি, ডঃ সৈয়দা লামমীম আহাদ, কানাডার ওয়াটারলু সেন্টার ফর অ্যাস্ট্রোফিজিক্সে একজন পোস্টডক্টরাল ফেলো হিসেবে কাজ করছি, জ্যোতির্বিজ্ঞান গবেষণার বেশ কিছু আন্তর্জাতিক প্রজেক্ট আর কোলাবরেশনের সাথেও যুক্ত আছি। নেদারল্যান্ডের লেইডেন বিশ্ববিদ্যালয় থেকে অ্যাস্ট্রোফিজিক্সে পিএইচডি, আর ইউরোপিয়ান কাউন্সিলের ইরাস্মুস মুন্ডুস স্কলারশিপ নিয়ে অ্যাস্ট্রোফিজিক্সে মাস্টার্স করেছি। এর আগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে তড়িৎ ও ইলেক্ট্রনিক কৌশল (ইইই) বিভাগে বিএসসি করেছি। বাংলাদেশে এবং দেশের বাইরে যখন যেখানে ছিলাম সবজায়গাতেই শিশু কিশোর এবং সর্বসাধারণের কাছে বিজ্ঞান এবং জ্যোতির্বিজ্ঞান জনপ্রিয়করণের জন্য বিভিন্নভাবে কাজ করে আসছি। সেইসাথে বাংলায় বিজ্ঞান বিষয়ক লেখালেখি করি, এবং বিভিন্ন উন্নয়নমূলক এবং স্বেচ্ছাসেবী সংস্থার সাথে বিভিন্ন পদে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেছি। আমি অঙ্গীকার করছি, আমার একাডেমিক আর স্বেচ্ছাসেবী অভিজ্ঞতা এবং পেশাগত দক্ষতা দিয়ে দেশের জন্য কোন কাজে আসতে পারলে সেই সুযোগ গ্রহণ করব। দেশের জন্য অনলাইনে এবং স্বল্পকালীন সশরীরে উপস্থিত থেকে কিছু করতে পারলে অবশ্যই করবো। যদি আমার কোনো প্রতিষ্ঠানের সাথে দেশের কোনো প্রতিষ্ঠান Research collaboration করতে চায় সাহায্য করবো। আমার গবেষণার বিষয়ের (জ্যোতির্বিজ্ঞান) সরাসরি উন্নয়নের কাজে ভূমিকা রাখার সামর্থ্য খুবই কম। তবে বিশ্বের বেশ কয়েকটি নামকরা বিশ্ববিদ্যালয়ে আমার আন্তর্জাতিক মানের বিজ্ঞান শিক্ষা ও গবেষণা শেখা, শেখানো, এবং কাজের সুযোগ হয়েছে। সেই অভিজ্ঞতা থেকে দেশের শিক্ষার্থীদের গবেষণা, ক্রিটিক্যাল এবং ডেটা ড্রিভেন থিঙ্কিং, এবং জ্যোতির্বিজ্ঞান শেখানো, এবং বিজ্ঞান শিক্ষা ও গবেষণা বিষয়ক পলিসি তৈরিতে কাজ করতে চাই।

কাজ করতে আগ্রহী

শিক্ষা, গবেষণা

দক্ষতার ক্ষেত্র

বিজ্ঞান