Observatoire de Paris - Université PSL থেকে অ্যাস্ট্রোফিজিক্সে মাস্টার্স শেষ করেছি মাত্র। কদিন পর পিএইচডি শুরু করবো। দেশের জন্য অনলাইনে কিছু করতে পারলে অবশ্যই করবো। যদি আমার কোনো প্রতিষ্ঠানের সাথে দেশের কোনো প্রতিষ্ঠান student exchange/ Research collaboration করতে চায় সাহায্য করবো। যদি পিএইচডির মাঝে একটা গ্যাপ ইয়ার নিতে হয় তাও আমি বিবেচনা করতে রাজি আছি। এর আগে KAIST থেকে ফিজিক্স ব্যাচেলরস করেছি। আমি খুবই বেহুদা (মানুষের প্রাত্যহিক জীবনের গুরুত্ব বিবেচনায়) একটা বিষয়ে পড়াশুনা ও গবেষণা করি। তবে দুটি টপ বিশ্ববিদ্যালয়ে পড়ার এবং বেশ কয়েকটি বিখ্যাত (আমার ফিল্ডে) গবেষণা প্রতিষ্ঠানে কাজ ও লেকচারে অংশ নেয়ার কারণে আন্তর্জাতিক মানের বিজ্ঞান শিক্ষা ও গবেষণা নিয়ে সামান্য অভিজ্ঞতা অর্জন হয়েছে। এছাড়া আমি ফিজিক্স, জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড, বিজ্ঞান কংগ্রেসের একাডেমিক টিমের সাথে অনেক বছর যুক্ত থাকায় শিশু কিশোরদের বিজ্ঞান (ফিজিক্স) শিখানোর ও মেন্টরিং এর অভিজ্ঞতা আছে। ব্যাচেলরস এর সময় ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ইউনিয়নে ২ বছর কাজের সুবাদে ইউনিভার্সিটি এডুকেশন ও স্টুডেন্ট ওয়েলফেয়ার পলিসি নিয়েও অভিজ্ঞতা আছে।
কাজ করতে আগ্রহী
শিক্ষা, গবেষণা, নীতিমালা
দক্ষতার ক্ষেত্র
বিজ্ঞান