Avatar

ফারজানা মাহবুবা (গবেষক)

অস্ট্রেলিয়ান ক্যাথলিক বিশ্ববিদ্যালয়

ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়

Australia

আমি ফারজানা মাহবুবা। আমি ক্লাস ফাইভ থেকে মাদ্রাসায় পড়েছি। বর্তমানে অস্ট্রেলিয়াতে একাডেমিয়াতে আছি সোশিওলজি অফ রিলিজন এন্ড জেন্ডার ফিল্ডে। প্রথম পিএইচডি করেছি বাংলাদেশের মেয়েদেরকে নিয়ে। এখন সেকেন্ড পিএইচডি করছি তাও বাংলাদেশের মেয়েদেরকে নিয়েই। দু'টো পিএইচডিতেই আমি মেয়েদেরকে নিয়ে গবেষণা করতে গিয়ে যে ইন্টারসেকশনাল ফ্যাক্টর্সগুলো নিয়ে গবেষণা করেছি সেগুলো হলো- কালচার, ধর্ম, আইন, এবং হিষ্ট্রি। আমি নতুন স্বাধীন বাংলাদেশে বাংলাদেশের মেয়েদের জন্য মুসলিম পারিবারিক আইনের সংস্কার করতে এবং ধর্ম ও নারী রিলেটেড কাজের যত স্কোপ আছে সেখানে নিজের সমস্ত মেধা ঢেলে দেয়ার ওয়াদা করছি, ইনশাআল্লাহ। ওয়াদা করছি- দরকার হলে আমি প্রতি বছর সামার ভেকেশানের পুরোটা সময় দেশে থাকবো, ইনশাআল্লাহ। দেশের মেয়েদেরকে নিয়ে একাডেমিয়া এবং আইন - এই দুই ফিল্ডে যত রকমের সংস্কারমূলক কাজের দরকার, সেখানেই কন্ট্রিবিউট করবো ইনশাআল্লাহ। এতদিন বিদেশে সেশনাল একাডেমিক হিসেবে ছেলেমেয়েদেরকে পড়িয়েছি, এখনো পড়াচ্ছি পিএইচডি'র পাশাপাশি, কিন্তু প্রত্যেকটা মুহুর্ত স্বপ্ন দেখেছি দেশের একাডেমিয়াকে সুস্থ বানাতে, দেশের ছেলেমেয়েদেরকে পড়াতে, যা এতদিন শিখেছি সবকিছু তাদের সাথে শেয়ার করতে। আমি যেন সেই স্বপ্নের দ্বারপ্রান্তে! আমি স্বাধীন বাংলাদেশে একজন একাডেমিক হিসেবে আমার পক্ষে যা যা করা সম্ভব, ওয়াদা করছি, তা করতে এক পা পিছু হটবো না ইনশাআল্লাহ। ওয়াদা।

কাজ করতে আগ্রহী

শিক্ষা, গবেষণা, নীতিমালা

দক্ষতার ক্ষেত্র

সামাজিক বিজ্ঞান