আমি, প্রমা, সিটি ইউনিভার্সিটি অফ নিউইয়র্কের হান্টার কলেজের একজন শিক্ষার্থী। আমি কুমিল্লা ম্যাথ অ্যান্ড সাইন্স ফোরামে বেশ কয়েকবছর মেন্টরিংসহ ২০২০ সাল থেকে গণিত অলিম্পিয়াডের অ্যাকাডেমিক টিম মেম্বার হিসেবে কাজ করেছি। এছাড়াও ১ বছরের মতো ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্ট টিউটর হিসেবে নিয়োজিত ছিলাম। এখন কাজ কাজ করছি পারশিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন নিয়ে আমার বর্তমান ইউনিভার্সিটির একজন এবং সাথে অন্য আরেক প্রফেসরের সঙ্গে। এছাড়াও আমি ছবি আঁকি। এ যাবৎ বাংলাদেশে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রদর্শনীতে আমার আঁকা ছবি প্রদর্শিত হয়েছে।
কাজ করতে আগ্রহী
শিক্ষা, গবেষণা, শিল্প
দক্ষতার ক্ষেত্র
গণিত