Avatar

মঈনুর রহমান (প্রকৌশলী)

মোবিল (অ্যালাবামা) শহরের সরকার

সাউথ অ্যালাবামা বিশ্ববিদ্যালয়

United States

আমি মঈন, বুয়েট থেকে ব্যাচেলর করার পর University of South Alabama থেকে প্রথমে ট্রান্সপোর্টেশনের উপর মাস্টার্স, পরে ট্রাফিক সিস্টেমের উপর পিএইচডি করেছি। এই মুহূর্তে আলাবামায় City of Mobile - Government এ ট্রাফিক ইঞ্জিনিয়ার লেভেল ৩ হিসেবে কাজ করছি। দেশে থাকা অবস্থায় কাঁচপুর, মেঘনা, গোমতী দ্বিতীয় ব্রীজ; ঢাকা আউটার রিং রোড সহ কিছু বড় বড় প্রোজেক্টে সরাসরি অংশগ্রহণ করেছি। আমার সবচাইতে বড় অর্জন ছিল ঢাকা আশুলিয়া উড়াল সড়কের এলাইনমেন্ট ডিজাইন, যা এখন আমার ডিজাইনের কোন মেজর পরিবর্তন ছাড়াই নির্মাণাধীন। আমি স্মার্ট বলতে যা বোঝায় তার ধারে কাছেরও কিছু না, অমানুষিক পরিশ্রম করতে পারি আমি। দেশের জন্য দিন রাত সরকারি ছুটির তোয়াক্কা না করে প্রজেক্ট ওঠানো আমার অভ্যাস ছিল, আছে, থাকবে। দেশ যদি মনে করে আমাকে তার দরকার, কোন কিছুর পরোয়া না করে, আমেরিকার সব কিছু গুল্লি মেরে স্বাধীন বাংলাদেশে নতুন করে সব কিছু শুরু করার জন্য এক মুহূর্তের জন্য আমি চিন্তা করবোনা।

কাজ করতে আগ্রহী

প্রকৌশল

দক্ষতার ক্ষেত্র

প্রকৌশল