স্বৈরাচারমুক্ত নতুন বাংলাদেশ গড়ার কাজে আসতে চাই।
আমি, সাবরিনা রশীদ , যুক্তরাষ্টের ইউনিভার্সিটি অফ সাউথ ক্যারোলিনা ( University of South Carolina) এর গণিত বিভাগে পিএইচডি করছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত থেকে বি.এস এবং এম.এস সম্পন্ন করেছি।
দেশের এই ক্রান্তিলগ্নে রাজপথে থাকতে না পারায় বিদেশে বসে ছটফট করছি। আমি অঙ্গীকার করছি, আমার একাডেমিক অভিজ্ঞতা দিয়ে দেশের জন্য কোন কাজে আসতে পারলে সেই সুযোগ গ্রহণ করব। এবং অবশ্যই আমার বিষয়ে উচ্চ শিক্ষা নিতে কেউ আগ্রহী হলে তাকে আমার সাধ্যমত তথ্য দেয়া সহ সাধ্যের মধ্যে সবটুকু সাহায্য করার অঙ্গীকার করছি।
আমি বিদেশে থাকা অন্যান্য একাডেমিশিয়ানদেরও দেশ গড়ার এই অঙ্গীকার ঘোষণার আহবান জানাচ্ছি।
#ReverseBrainDrainBd ✊🇧🇩
কাজ করতে আগ্রহী
শিক্ষা, গবেষণা
দক্ষতার ক্ষেত্র
বিজ্ঞান