Avatar

ওয়াসিফ আহমেদ (গবেষক)

ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় (সান্টা বারবারা)

প্রিন্সটন বিশ্ববিদ্যালয়

United States

আমি বর্তমানে University of California, Santa Barbara তে পিএইচডি করছি তাত্ত্বিক পদার্থবিজ্ঞানে। অলিম্পিয়াডের ক্যাম্পে ছাত্রছাত্রীদের পড়িয়েছি, যারা ভবিষ্যতে Princeton, Stanford, MIT এর মত বিশ্ববিদ্যালয়ে পড়েছে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ২ বছর শিক্ষকতা করেছি। ব্র্যাকে থাকাকালীন মাহবুব স্যারের নির্দেশনায় বাংলাদেশে প্রথম স্নাতক পর্যায়ে কোয়ান্টাম কম্পিউটিং চালু করি। পরে সৌমিত্র, শাহনেওয়াজ, তীব্র স্যারেরা একে আরো সামনে এগিয়ে নেন। আমাদের ছাত্রছাত্রীদের অনেকেই বর্তমানে বিশ্বের বড় বড় বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনা ও গবেষণা করছে। আমি, ওয়াসিফ আহমেদ, নতুন বৈষম্যমুক্ত মেধাভিত্তিক বাকস্বাধীন বাংলাদেশ গড়তে যতটুকু সম্ভব তার‍ সবটুকু দিয়েই চেষ্টা করব। একজন শিক্ষক ও গবেষক হিসেবে, ছাত্রছাত্রীদের পদার্থবিজ্ঞান, গণিত, নৈতিকতা যতটুকু পারি ততটুকু শেখাতে প্রস্তুত।

কাজ করতে আগ্রহী

শিক্ষা, গবেষণা

দক্ষতার ক্ষেত্র

বিজ্ঞান