Avatar

এম ডি জামান (অধ্যাপক)

ইউনিভার্সিটি অফ আলাবামা এট বার্মিংহাম

United States

বাংলাদেশ আবার স্বাধীন হলে দেশের জন্যে কাজ করতে চাই। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাবল ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিলাম। ফ্যাসিস্ট রেজিম বুঝতে পারছিলো আমি একটু তেরা, ওদের কথা শুনবো না। তাই ২০১১ সনে দেশ থেকে তাড়াইছে। ডক্টরেট শেষে আমার MITতে আর্টিফিশিয়াল সান প্রজেক্টে কাজ করার অভিজ্ঞতা আছে। ভার্জিনিয়া টেকএ কাজ করছি। এখন ইউনিভার্সিটি অফ আলাবামা এট বার্মিংহাম এর সহকারী অধ্যাপক। আমার হৃদয়ে বাংলাদেশ। আমি এবং আমরাই বিকল্প।

কাজ করতে আগ্রহী

শিক্ষা, গবেষণা

দক্ষতার ক্ষেত্র

বিজ্ঞান