আমি, মোঃ-মনিরুজ্জামান , একজন সফট্ওয়্যার ইন্জিনিয়ার এবং বর্তমানে ইউকের জিওডাটা ইন্সটিটিউটে কর্মরত। দেশের এই ক্রান্তিলগ্নে রাজপথে থাকতে না পারায় বিদেশে বসে ছটফট করছি। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর করেছি কম্পিউটার সায়েন্স এন্ড ইন্জিনিয়ারিং-এ। আমি ৩-৪ বছর যাবত বিভিন্ন সরকারী প্রতিষ্টানে চাকুরী করেছি এছাড়া ১০ বছর যাবত বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করছি। আমি মূলত ওয়েব এ্যাপলিকেশন ও বিভিন্ন ওয়েব টুলস্ নিয়ে কাজ করে থাকি ॥ আমি সরকারী চাকুরী করার সুবাদে বিভিন্ন মন্ত্রণালয়ের বাজেট থেকে শুরু করে অফিসায়াল নিয়মগুলো ভালো করেই পালন করেছি। এছাড়া স্কুল, কলেজ , ইউনিভার্সিটিতে আরো বিভিন্ন অর্গানাইজেশনের সাথে যুক্ত ছিলাম।আমার অভিজ্ঞতা থেকে স্টুডেন্টদের গাইড করতে পারি বিদেশে হায়ার স্টাডিজের ক্ষেত্রে।। এছাড়াও আমার সরকারী ও বেসরকারী অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে যেকোন সাহায্য করার জন্য প্রস্তুত আছি ।।
Moonshot: দেশ স্বাধীন হলে আবারও সরকারী কিংবা বেসরকারী প্রতিষ্ঠানের মাধ্যমে দেশকে সাহায্য করতে চাই আমার অর্জিত জ্ঞান দিয়ে সেটা অল্প কিংবা বেশী দিনের জন্য হলেও।
কাজ করতে আগ্রহী
তথ্যপ্রযুক্তি
দক্ষতার ক্ষেত্র
প্রকৌশলী