আমি, রুবাবা রহমান অবন্তী, বর্তমানে জার্মানির Ludwig-Maximilians-University Munich এ Chemical Proteomics এর উপর PhD করছি। দেশের এই ক্রান্তিলগ্নে রাজপথে থাকতে না পারায় বিদেশে বসে ছটফট করছি। আমি University of Asia Pacific থেকে ফার্মাসিতে অনার্স এবং University of Konstanz থেকে life sciences এ মাস্টার্স শেষ করে LMU Munich এ PhD করছি। এখানে আমি small molecule synthesis এবং mass spectrometry based proteomics নিয়ে দক্ষতা অর্জন করছি।
কি করতে পারি: দেশের তরুণ সমাজকে উচ্চশিক্ষা ও গবেষণায় উদ্বুদ্ধ করতে পারি। আমার অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশের ইউনিভার্সিটি অথবা গবেষনা প্রতিষ্ঠানের কোনো একটি রিসার্চ প্রোজেক্ট কে লিড করতে পারি। তরুন গবেষকদের ট্রেনিং দিতে পারি। আমার নেটওয়ার্কিং কাজে লাগিয়ে আমার ফিল্ডের রিসার্চে ফরেন ফান্ডিং এবং গবেষণায় প্রয়োজনীয় অত্যাধুনিক যন্ত্রপাতি নিয়ে আসতে সাহায্য করতে পারি। সেই সাথে বিভিন্ন ডিসিপ্লিনের রিসার্চারদের সাথে কোলাবরেশনের মাধ্যমে দেশে interdisciplinary গবেষণাগার গড়ে তুলতে পারি।
কাজ করতে আগ্রহী
গবেষণা
দক্ষতার ক্ষেত্র
বিজ্ঞান