Avatar

শরিফ ইকবাল (গবেষক)

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

হেলসিঙ্কি বিশ্ববিদ্যালয়

United States

আমি, ড: শরিফ ইকবাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি অণুজীব নিয়ে। ইউরোপে পড়েছি ও গবেষণা করেছি দীর্ঘ একযুগেরও বেশি সময়। বর্তমানে যুক্তরাষ্টের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে মেডিসিন ডিপার্টমেন্টে জীববিজ্ঞানে বিভাগে পোস্ট -ডক্টোরাল রিসার্চ ফেলো হিসেবে কর্মরত আছি। আমি কাজ করছি এজিং বায়োলজি (Aging Biology) নিয়ে। চেষ্টা করছি মানুষের বুড়িয়ে যাওয়ার রহস্য বোঝার জন্য এবং মানুষের বায়োলজিক্যাল বয়স কমানোর জন্য যাতে করে মানুষ বর্তমানের গড় আয়ু থেকে অনেক বেশি বাঁচতে পারে সুস্থভাবে। দেশের এই ক্রান্তিলগ্নে রাজপথে থাকতে না পারায় বিদেশে বসে প্রতি মুহূর্তের খবর রাখছি। দূর থেকে পাশে থাকার চেষ্টা করছি। ইতিমধ্যে কয়েকজনসহ হার্ভার্ড থেকে একটা ওয়েবসাইট লঞ্চ করেছি যেখানে আহত শিক্ষার্থীরা যোগাযোগ করতে পারবে সহায়তার জন্য। আমরা চেষ্টা করবো আহত শিক্ষার্থীদের জন্য সর্বাত্মক সহযোগিতা করার জন্য। https://www.helpheroes.online/

কাজ করতে আগ্রহী

শিক্ষা, গবেষণা

দক্ষতার ক্ষেত্র

বিজ্ঞান