নতুন বাংলাদেশ বিনির্মাণে, বন্যা, জলাবদ্ধতা, ভূগর্ভস্থ পানির সমস্যা, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা পরিবর্তন, পাহাড় ধস সহ নানা প্রাকৃতিক/মানব সৃষ্ট দূর্যোগ মোকাবেলায় আমি সুযোগ পেলে ভূমিকা রাখতে পারি। হাইড্রোলজিক্যাল হ্যাজার্ড (Hidrological Hazard), জলবায়ু এবং সমুদ্র পৃষ্ঠের উচ্চতা পরিবর্তন বিষয়বস্তুকে প্রাধান্য দিয়ে প্রাকৃতিক ভূগোলের উপর University of Bergen, Norway থেকে আমার একটি এম,ফিল, ডিগ্রি রয়েছে। এছাড়া, বর্তমানে University of Turku, Finland এর অধীনে আমি Lake এবং Marine Sediment ব্যবহার করে Hydroclimate change এবং পুকুর ও সমুদ্রের উপকূলীয় অঞ্চলের পানির গুণগত পরিবর্তনের উপর PhD গবষণা করছি। দেশের প্রয়োজনে আমার অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতার ব্যবহার করতে আমি প্রস্তুত।
কাজ করতে আগ্রহী
শিক্ষা, গবেষণা
দক্ষতার ক্ষেত্র
বিজ্ঞান