Avatar

অলিউর রহমান (গবেষক )

লোদজ বিশ্ববিদ্যালয়

Poland

আমি অতো বড় কিছু না একজন ছাত্র আপনাদের মতই। তবে ফিজিক্যাল ডিজাবিলড মানুষদের নিয়ে নতুন বাংলাদেশে কাজ করতে চাই। University: University of Lodz, bachelor of economics. College: Notre Dame College, Business studies. আমার ফিজিক্যাল ডিজাবিলিটির জন্যে জীবনে যা অভিজ্ঞতা আছে তা সব ফিজিক্যাল ডিজাবল মানুষদের সাথে শেয়ার করে তাদের স্বাবলম্বী করতে চাই। হুইলচেয়ারের জীবনে যত কিছু বিদেশে পড়ালেখা করে শিখেছি তার প্রত্যেকটা আমি মানুষের মাঝে বিলাতে চাই। একটা এক্সেসিবল বাংলাদেশ আমার স্বপ্ন। আমি সর্বদা বিলিভ করি বাংলাদেশের ডিজাবলড মানুষগুলার যেই পরিমাণ সাহস আর স্বদিচ্ছা তারা সুযোগ পেলে সারা পৃথিবীতে ডিজাবিলিটির ডেফিনিশনকে পালটে দেবার ক্ষমতা রাখে। বহুদিন ধরে বাংলাদেশের ডিজাবলড কমিউনিটি নিয়ে কাজ করার ইচ্ছা। শুধু কখনো উপযুক্ত জায়গার অভাবে স্বপ্নটা অধরা রয়ে গেছে। যদি এসব মানুষের জন্যে কিছুটা হলেও করতে পারি জানাবেন। আমি এই লালিত স্বপ্নকে সংজ্ঞায়িত করতে বাধ্য পরিকর। আপনাদের, অলিউর রহমান..

কাজ করতে আগ্রহী

শিক্ষা, গবেষণা, নীতিমালা

দক্ষতার ক্ষেত্র

সামাজিক বিজ্ঞান