Avatar

শহিদুল ইসলাম (গবেষক )

পারডু বিশ্ববিদ্যালয়

United States

আমি পিএইচডি করছি পারডু বিশ্ববিদ্যালয়ে। গবেষণার ফিল্ড এপ্লাইড অর্থনীতি। আমার গবেষণার ফোকাস লেবার এবং এডুকেশন নিয়ে। আমার প্রশিক্ষণের অংশ হিসেবে শিখেছি কিভাবে পাবলিক পলিসি মানুষের ওপর প্রভাব ফেলে এবং কোন মেকানিজমের মাধ্যমে এই প্রভাব সৃষ্টি হয়। কিছু ক্ষেত্রে যখন অপ্রত্যাশিত প্রভাব তৈরি হয়, তখন তা কেন এবং কিভাবে ঘটে সেটিও বিশ্লেষণ করি। মূলত, Causal inference পদ্ধতি ব্যবহার করে এগুলি measure করি। এছাড়া, আমার দ্বিতীয় প্রশিক্ষণ হলো বিশেষ মানব আচরণের জন্য নির্দিষ্ট নীতি বের করা। পরে আরেকদিন বিস্তারিত বলব, ইনশাআল্লাহ। আজকের জন্য প্রাসঙ্গিক আলাপটা সেরে নিই। ছাত্রজনতার বিপ্লব উপহার পেয়েছি। সরকার গঠনের পরে বিপ্লবের সময়ের গ্রেফতার হওয়া'দের মুক্তি শুরু হয়ে যাবে শীঘ্রই। কিন্তু আগের ফ্যাসিস্টের আমলে অনেকদিন জেলে থাকা রাজনৈতিক কর্মীদের মুক্তি পলিসি পারস্পেক্টিভে একটি জটিল বিষয়। এদের কোন পরিবেশে এবং কোন পুরবঘটকের উপস্থিতে জেল থেকে মুক্তি এবং পরবর্তীতে পুনর্বাসন করলে এরা সমাজে ব্যালেন্স নষ্ট করবে না সেটি measure করা অত্যন্ত জরুরি। আমি এটি নিয়ে কাজ করতে ইচ্ছুক। তবে বলে রাখি যে এটি করতে এক বছর সময় লাগবে। এবং আমার জ্ঞানমতে সবার ম্যাস রিলিজ সবচেয়ে ভালো সমাধান নয়। ফেইজ অনুযায়ী রাজনৈতিক কর্মীদের মুক্তি দিতে হবে। তবে আয়নাঘরের বন্দীদের এবং রাজবন্দীদের মুক্তি দ্রুত সময়ে হলে সেটি Democracy এর পুনরুদ্ধারে এবং সামাজিক কল্যাণে দ্রুত অবদান রাখবে। এটির বিকল্প আপাতত নেই। I know many of my friends and juniors were involved in the revolution. If you need my expertise, I will be happy to provide it. If you have any questions, please reach out to me.

কাজ করতে আগ্রহী

শিক্ষা, গবেষণা, নীতিমালা

দক্ষতার ক্ষেত্র

সামাজিক বিজ্ঞান