সৈরাচারমুক্ত স্বাধীন বাংলাদেশে কাজ খুজছি। অল্পস্বল্প গবেষণা এবং সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে জব করার অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে ইউনিভার্সিটি অব ভার্জিনিয়াতে কম্পিউটার সাইন্সে পিএইচডি করছি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং এর শাখা প্রশাখা নিয়ে খুবই আগ্রহী এবং বাংলাদেশও যেন এই ধরনের বিষয়ে একটা সময় পৃথিবীকে লিড দিতে পারে আমি সেই স্বপ্ন দেখি।
কি স্কিলস: মেরুদন্ড শক্ত প্রকৃতির।
এতদিন মনে করতাম দেশটা পচে গেছে, নতুন জেনারেশনের অবক্ষয় হয়েছে, শিক্ষাব্যবস্থার ১২ টা বেজে গেছে যেখান থেকে রিকভারি আর সম্ভব না। পচে যাওয়া সিস্টেমকে কিছুদিন গালাগালি করে হতাশা নিয়ে দেশে শেষ কয়েকদিন কাটিয়েছি। কিন্তু সিস্টেম তথা দেশকে পাল্টে দেয়ার মত এত সাহস, শক্তি, স্পৃহা যে নতুন জেনারেশনের আছে সেটা ভাবি নাই। এখন নিজের উপরেই লজ্জা হচ্ছে। বেশ কয়েকদিন মেরুদণ্ডের কশেরুকা গুলোতে জ্বালা ধরছে। মনে হচ্ছে কিছুই করতে পারছি না। তবে আমি বিশ্বাস করি স্বাধীন দেশে ফিরে এসে আমার দেয়ার অনেক কিছুই আছে। দেশে ফেরার আশা ব্যক্ত করার যে ট্রেন্ড শুরু হয়েছে, সেটা খুবই ইতিবাচক এবং আমিও এটাতে শামিল হতে চাই। আমি আরও বিশ্বাস করি অনেক বড় বড় ট্যালেন্টেড লোকজন যারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে বড় বড় জায়গায় আছেন, তারা একদিন ঠিকি দেশে ফিরে আসবেন এবং দেশের উন্নতিতে অবদান রাখবেন। আমার লিস্টে থাকা এ ধরনের সকলকে নতুন করে দেশ গড়বার আহবান জানাই।
কাজ করতে আগ্রহী
শিক্ষা, গবেষণা, প্রকৌশল, তথ্যপ্রযুক্তি
দক্ষতার ক্ষেত্র
তথ্যপ্রযুক্তি