Avatar

সাব্বির আহমেদ খান (গবেষক )

নিউ হ্যাভেন বিশ্ববিদ্যালয়

United States

আমি সাব্বির, আমি বিশ্বাস করি দেশে যারা আছেন আপনারাই দেশ বিনির্মানে কার্যকরী ভূমিকা রাখতে সক্ষম। তবুও যদি মনে করেন দেশের নাগরিক হিসেবে আমার প্রয়োজন দেশে রয়েছে তবে যে কোন সময় আমি দেশের ডাকে ফেরত যেতে প্রস্তুত আছি। আমাকে যারা চেনেননা তাদের জন্য বলছি, মধ্যবিত্ত পরিবারের ছেলে আমি। মানিকগঞ্জ সদর হাইস্কুলে স্কুলজীবন পার করেছি। ঢাকা সিটি কলেজ থেকে পাশ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গণিতে ভর্তি হই। ২০১৪ সালে মাস্টার্স চলাকালীন আমি চ্যানেল নাইনে ফুলটাইম ডেস্ক সাংবাদিক হিসেবে কাজ করি প্রায় এক বছর। স্নাতকোত্তর শেষ করার পর ট্রাস্ট ব্যাংকে যোগ দেই, প্রথমে জুনিয়র অফিসার, পরে আবার পরীক্ষা দিয়ে একই ব্যাংকে এম.টি.ও হিসেবে। ৭ বছরের ব্যাংকিং অভিজ্ঞতার ৫ বছর ব্রাঞ্চে ক্রেডিট অফিসার এবং প্রায় দু বছর হেড অফিসে কর্পোরেট ক্রেডিট বিভাগে কাজ করি। আমি আমেরিকার একটি বিশ্ববিদ্যালয়ে ফাইনান্সিয়াল এ্যানালাইসিসে আমার তৃতীয় মাস্টার্স করছি, দ্বিতীয় মাস্টার্স করেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ফাইনান্স ও ব্যাংকিং এ। আমি যে কোন ধরণের ম্যানেজিং এ দক্ষ। দেশের প্রয়োজনে কাজ করতে পারাটা হবে জীবনের বড় অর্জন। এছাড়াও যেখানেই থাকি দেশের জন্য এবং প্রয়োজনে কাজ করে যাবো।

কাজ করতে আগ্রহী

গবেষণা, ব্যবসা

দক্ষতার ক্ষেত্র

ব্যবসা শিক্ষা