Avatar

রামিসা ফারিহা (গবেষক )

ব্রাউন বিশ্ববিদ্যালয়

পেনসিলভ্যানিয়া স্টেট বিশ্ববিদ্যালয়

United States

আমি ড. রামিসা ফারিহা, Brown University আর এন এ সেন্টারে কর্মরত একজন পোস্টডক্টরাল রিসার্চার। আমার বাচেলরস শিক্ষা Penn State এ বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এর, মাস্টার্স এবং পিএইচডি শিক্ষা Brown Graduate School এ। পূর্বে আমি ব্রাউন ইউনিভার্সিটির গ্রাজুয়েট স্টুডেন্ট কাউন্সিলের চেয়ার অফ ইন্টারন্যাশনাল এডভোকেসি ছিলাম, এবং পেন স্টেট ও ব্রাউনের একাধিক কর্মক্ষেত্রে পুরস্কারপ্রাপ্ত। বর্তমানে আমি Society for Laboratory Automation and Screening এর নলেজ কন্টেন্ট ও ডেলিভারি কাউন্সিল, ও আর্লি ক্যারিয়ার কাউন্সিল এর নির্বাচিত সদস্য। এছাড়াও আমি আরো নানা সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। দেশের এই ক্রান্তিলগ্নে রাজপথে থাকতে না পারায় বিদেশে বসে ছটফট করছি। আমি অঙ্গীকার করছি, আমার মেধা ও শিক্ষা দিয়ে দেশের জন্য কোন কাজে আসতে পারলে সেই সুযোগ গ্রহণ করব। সেজন্য আমার বিদেশের মতো লাক্সারি দরকার নাই। গবেষণা করে না, পড়ানোতে এফোর্ট দেয় না, শিক্ষার্থীদের প্রয়োজনে পাশে থাকে না, সর্বোপরি বিবেককে বিক্রি করে দেয় এমন বুমারদের প্রতিবন্ধকতা না থাকলেই হবে। কারো কিছু করার ইচ্ছা থাকলেই হলো, আমি ১০০% দিয়ে তাকে সাহায্য করতে তৈরি। এই মুহুর্তে যেকোনো অনলাইনভিত্তিক বুদ্ধিভিত্তিক কাজে আমাকে ডাক দিতে পারেন। আমি যথাযথ চেষ্টা করবো নিজের মাতৃভূমির জন্য নিজের অর্জিত জ্ঞান ব্যবহার করার। আমি প্রতিজ্ঞা করছি বিদেশে অর্জিত জ্ঞানকে দেশের উন্নয়নের হাতিয়ান হিসেবে ব্যবহার করবো এবং আজীবন দেশের মানুষের কল্যানে কাজ করে যাবো

কাজ করতে আগ্রহী

গবেষণা, শিক্ষা

দক্ষতার ক্ষেত্র

বিজ্ঞান