Avatar

মোকাররম হাসান (গবেষক)

কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়

ফ্রাঙ্কফুর্ট বিশ্ববিদ্যালয়

Australia

আমি, মোকাররম হাসান, একজন চিকিৎসক এবং বর্তমানে অস্ট্রেলিয়া তে বিশেষজ্ঞ হিসেবে কর্মরত এবং কুইন্সল্ল্যান্ড বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে কর্মরত ছিলাম দেশের এই ক্রান্তিলগ্নে রাজপথে থাকতে না পারায় বিদেশে বসে ছটফট করছি। যোগ্যতা : FCPS,MS,FRACDS(Aust),MSc( Germany) কি করতে পারি: আমার অভিজ্ঞতা থেকে স্টুডেন্টদের গাইড করতে পারি বিদেশে হায়ার স্টাডিজের ক্ষেত্রে।। এছাড়াও আমার সরকারী ও বেসরকারী অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে যেকোন সাহায্য করার জন্য প্রস্তুত আছি ।। Moonshot: দেশ স্বাধীন হলে আবারও সরকারী কিংবা বেসরকারী প্রতিষ্ঠানের মাধ্যমে দেশকে সাহায্য করতে চাই আমার অর্জিত জ্ঞান দিয়ে সেটা অল্প কিংবা বেশী দিনের জন্য হলেও।

কাজ করতে আগ্রহী

স্বাস্থ্য, গবেষণা, শিক্ষা

দক্ষতার ক্ষেত্র

বিজ্ঞান, স্বাস্থ্য